কবিগুরুর মানস কন্যা এই সেই,
        পূন্য ভূমি কবিতীর্থ শান্তিনিকেতন;
বাংলা ও বাঙ্গালীর কবি তুমি রবি,
          বিশ্বসভায় এনে দিয়েছ স্মমান।


যুগ শ্রেষ্ঠ, বিশ্ববরন্য কবি তুমি,
            অন্তর তব ফল্গুধারার মত;
নানান ভাবে,নানান পথে প্রবাহিত,
          প্রকাশিছো হৃদয়ের ভাবনা যত।


সাধন মার্গের সু-উচ্চ সীমানায়,
             তোমার কল্পনার পদ চারণে;
বিশ্ব ও ভারত হলো একাকার,
           তোমার সৃষ্ট বিশ্বভারতীর চরণে।


তোমার কবিতা গল্প, গানে,
               মানুষ পেয়েছে পথের দিশা;
আধুনিকতার টানে, মর্মের সেই স্থানে,
              গাঢ়তর করেছে আঁধার নিশা।


সৃষ্টির মননে অর্থহীন যৌনতা এনে,
তোমার কবিতা পুরাতন মেনে –
           সমাজ ভাসালো দ্রাক্ষারসের মদিরায়;
কোথায় সংস্কার, কোথায় কৃষ্টি,
কোথায় সেই পরান ছোঁয়া সৃষ্টি?
          সাহিত্যের নামে ভাসছে অথৈ দরিয়ায়।


আঘাতে আঘাতে আজ ছিন্নভিন্ন,
এই কৌরব কূল হয়েছে বিষণ্ণ,
       আমি বার বার ভেবেছি, কেটে যাবে ভ্রান্তি;  
আধুনিকতার নামে ব্যক্তি চিন্তা এনে,
আঁধার অমানিশায় খোঁজে নাই কেউ,
       মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি।  
১৮ই শ্রাবণ, ১৪২৪,
ইং ০৪/০৮/২০১৭,
শুক্রবার বিকেল ৩টা।