কাজের সম্পদ, অকাজের সম্পদ,
          সম্পদ আছে দুটি;
একটা মানব সেবায় প্রাণ দেয়,
          অপরটি নেয় ছুটি।


এই সমাজে ও মানুষ দুটো,
             সৃষ্টির কাজে কেউ;
কেউ মৌলবাদের ধ্বজা ধরে,
            সমাজে তোলে ঢেউ।


মিথ্যা ভাবনার ঐ বাহানা,
           অকাজের সম্পদ করে;
কাজের সম্পদ আপন মনে,
            আঁধার আলোয় ভরে।


জনপ্রতিনিধি তেমনি রূপের,
             কেউ বা কাজের লোক;
কেউবা বসে আরাম কেদারায়,
                 করছে শুধুই ভোগ।


এই জনগণের কথা ওরা -
                কজন ভাবে বলো?
নিজের সুখেই বিভোর থাকে,
                 হরির নামে চলো।


মানুষের কথা মানুষ ভাবে,
             ওই পশু তো ভাবে না;
নিজের সুখ বড় সুখ,
               ভাবে আর পাবে না।
            
২৪ শে চৈত্র, ১৪২৬,
ইং ০৭/০৪/২০২০,
মঙ্গলবার সকাল ৯:৫৭। ৯৮২, ২০/০৪/২০২০।