যুগের হাওয়া লাগল বুঝি কালবৈশাখীর ঝড়ে,
কালের গতিতে এলো কলি, সেই কথাটাই বলি।
ঘুমিয়ে ছিলাম দিনের বেলায় হঠাৎ ভাঙলো ঘুম,
শব্দ এল থালা বাজানোর সাথে হাততালির ধুম।
মনে পরলো পুরাণের কথা, চারটা যুগের উল্লেখ
আছে তথা- সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। পেরিয়ে
সব কাল পৌঁছে গেছে শেষের ভাগে এই সেই কলি।
প্রথম তিনকে পশ্চাতে ফেলে মানব সমাজপড়লো
আজ ঘূর্ণিঝড়, অনাচার আর দুর্নীতির সেই করাল
কলির কোলে। এই কথাটাই বলি আজ গল্পের ছলে। ভালো-মন্দ, ন্যায়- অন্যায়, আমরা অনুভবি কালো ক্রমে। ঘটার যাহা ঘটে পর্যায় ক্রমে তাহাই প্রকৃতির নিয়ম বটে। যেমন রবির উদয় হয় স্নিগ্ধ সুন্দর কিরণ দিয়ে ক্রমে দুপুর পেরিয়ে যায় বয়ে সেই আঁধার ঘেরা অস্তাচলে। তাই বুঝি সত্য, ত্রেতা, দ্বাপরের পরে ধ্বংসের কলি এল কালকে ধরে। বলতে পার? কেমনে মানুষ হেথায় অমানুষ হল, নিজের সুখে নিজের স্বার্থে? দেশের রাজা দেখছে না আর শান্তি প্রজার, নিজেরে নিয়েই ব্যস্ত থাকে কলিযুগে সেটাই ভাবার। মিথ্যা ভাষন এমন
তপ্ত - ধান দিলেই খৈ ফুটে যায়, এটাই বাস্তব এটাই সত্য। কালের কলি তাইতো বলি, দেশে দেশে গরিব মানুষ নিত্যনূতন হচ্ছে বলি; পেটের দায়ে কিংবা মারণ রোগে, কলির যুগে ভুগে ভুগে।


২৪ শে বৈশাখ,১৪২৭,
ইং ০৭/০৫/২০২০,
বৃহস্পতিবার, সকাল ৭:৩৩। ১০২১, ২৯/০৫/২০২০।