জীবন এক জাগ্রত শক্তি,
জেগে থাকে দিবানিশি,
চেতন অবচেতন এর মাঝে।


জল যেমন পাত্র নির্ভর,
পাত্রের নিজস্ব আকারে,
নিঃশেষিত হয় তাহা ধীরে ধীরে,
      মহাশূন্যের মাঝে।


মাঝের পথ হাসি-খুশি, বিষন্নতায়,
মিশে থাকে আমজনতায়;
শক্তি দম্ভ, অর্থ বলে, করতে জয়,
পথে অনেকেই দিশে হারায়।


আজ ভাবে না কালকের কথা,
      কাল থাকবে না বসে,
বুঝবে না তোমার মনের ব্যথা,
        সে চলেই যাবে হেসে।


তুমি সব বুঝবে নিজে নিজেই,
    যখন থাকবে না সময় আর;
তখন চোখে আসবে আঁধার নেমে,
  কেউ বুঝবে না যাতনা তোমার।


২৩ শেষ ভাদ্র, ১৪২৫,
ইং ০৯/০৯/২০১৮,
সকাল ৯:৫০।             ১০৫০, ২৭/০৬/২০২০।