কলম বলে আমি তাঁহার
যে আমারে চায়;
মনের ভাব করতে প্রকাশ
বহন করি দায়।


চশমা বলে আমি দেখাই
সনাতন এই ধরা;
প্রকৃতির কাছে শিখতে চায়
ওই কবিবন্ধু যারা।


তাঁরাই মালিক কলম চশমার
আর তো কেহ নয়;
ওই উজাড় করা ভালোবাসা
থাকে যাদের দায়।


চক্ষু থাকতে অন্ধ যারা
কি প্রয়োজন চশমার;
শিক্ষা পেয়েও অচেতন যারা
কি দায় লেখনী  ধরার?


২৫ শে কার্তিক,১৪২৯,
ইং ১২/১১/২০২২,
শনিবার বেলা ১০:৫২। ১৮২৫, ১৩/১১/২০২২


আমার এই কবিতাটা কবি অসিত কুমার রায় (রক্তিম) এর জন্য উৎসর্গ করলাম।