জীবনের কলঙ্কিত অধ্যায়,
আসে কামনায় বাসনায়।
কঠিন রিপুর তাড়না,
জীবনের এটাই বিড়ম্বনা।


নয় কি এটাই সত্য?
জীবন দেখে যে নিত্য,
তবু তো জীবন শেখে না।


একে নয় সুখী কেউ,
চাওয়া-পাওয়ার লাগে ঢেউ,
এটাই জীবনের বৈচিত্র।


ন্যায়-অন্যায় মিলেমিশে,
জীবনকে দেখায় দিশে,
তবু তো জীবন বোঝেনা।


পথে আছে মহাকাল,
বিছায়ে তাহার জাল,
মোরা তাহা ভাবি না।


মান অপমান সব,
করে ওঠে কলরব,
তবু চেতনা আসে না।


এপারে বসে ভাবি,
ওপারে সুখ সবই,
এটাই জীবনের যাতনা।


পর ধনে লোভ কেন?
নিজেরে তুমি জানো,
তবেই সুখী হবে জীবনে।


জন্ম মৃত্যুর ভয়,
মহামানব পেতে চায়,
তাই তারা সংযত রয়।


সংযত হতে গেলে,
চেতনার চিত্ত মুলে,
জ্ঞানের আলো জ্বালো।


যারা আঁধারে পড়ে রবে,
তার দায় কে লবে?
কষ্ট তারে পেতেই হবে।


আনন্দ, হাসি, গান,
জীবনের সেই তান,
একদিন মৃত্যুতে শেষ হবে।


২৪ শে আষাঢ়, ১৪২৭,
ইং  ০৯/০৭/২০২০,
বৃহস্পতিবার সকাল ৮:০৮। ১০৭৮, ২৫/০৭/২০২০।