একদিন ঘুচে যাবে কালবেলা,
        ঘুরিবে ভাগ্যের চাকা,
                   অপেক্ষায় আছি মোরা সবে;
অন্যায়ের প্রতিরোধ জাগিছে কত ক্ষোভ,
        শুধিতে রক্তের ঋণ,
                    সবার চেতনা জাগাতে হবে।


সত্যের লাগি শুভদিন মাগি,
       নিশিদিন আছি জাগি,
                  সেই কাঙ্খিত দিনটার লাগি;
কেটে যাবে আঁধারের নিশা,
         মোরা ফিরে পাব দিশা,
               তাই ঐদিনটার পশ্চাতে ভাগি।


অদৃশ্য দৃশ্য হয় তাহার খেলায়,
        অপূর্ব দৃশ্য দেখি প্রভাত বেলায়,
                      অপেক্ষায় বসে আছি তাই;
তাঁর হাতে গড়া মোরা,
      তাঁর হাতে খাই,
           কঠিন লড়াইয়ে যেন তার সাথে পাই।


২৬ শে ভাদ্র, ১৪২৬,
ইং ১৩/০৯/২০১৯,
শুক্রবার, বেলা ৩টা। ৭৮০, ১৬/০৯/২০১৯।