পথ চলতে চলতে, কোন এক অজানা পথে,
একদিন হারিয়ে যাব। কেউ পাবে না আর খুঁজে,
ফিরব না আর কোন দিন আপনজনদের কাছে।
ভাবতে কষ্ট হয়,বুকে বড় ব্যথা লাগে! আমার
কথা অন্যের বুকে কাঁপন ধরায়। শাল, বকুলের
পাতার ফাঁকে পড়ন্ত বেলায় যখন আলোর দোলা
দেয়, জেগে ওঠে সঞ্ঝাবেলার ভয়। প্রিয়জনেরা  
মুখে হাত চেপে ধরে বলবে-“একথা বলতে নাই”।
এ আর তো কিছু নয়- হারিয়ে ফেলার দূর্বিসহ
বুকের যন্ত্রণার কথা কয়। একটা পূর্ণ আসন যখন  
শূন্য হয়, তখণ অন্তরে কাঁপন ধরায়। মনঃসমীক্ষনের
এ এক প্রতিক্রিয়া মাত্র। এই সুখের জঞ্জাল ফেলে যেতে
হবে সবাইকেই আজ কিংবা কাল। ভাবনার আলোতে
ভাবি, যে ছিলনা সে এলো, শূন্য আসন পূর্ণ করলো;
ভালবাসা নিয়ে আর দিয়ে হৃদয়ের শক্ত বাঁধনে বাঁধলো
সবাইকে। মনে হলো এতো ছেড়ার নয়, তবু ছিঁড়ে যায়।
অবাক বিস্ময়!নিজের আসন ছেড়ে দিয়ে অপরকে বসায়;
কালচক্র, জীবনচক্র একাকার হয়ে ধায়।


১০ই পৌষ, ১৪২৪,
ইং ২৬/১২/২০১৭,
মঙ্গলবার, বিকেল ৩.৩০।