কালের কুটিল গতি,
ব্যক্তি স্বার্থের মতি,
             ঘূর্ণিঝড়ের মতো;
স্রষ্টা থাকে না সুখে,
পরিনাম সেই দুঃখে,
        যন্ত্রণা আসে ছুটে যত।


জীবনের বারো আনা,
কেটে যায় করে না না,
       সমাজের দুর্বৃত্তের তরে;
জীবন সংগ্রামের লড়াই,
কি ভাবে আগে বাড়াই?
             থাকি মোরা ঘোরে।


নিজেরাও আগাবে না,
অপরকেও পথ দেবে না,
       এরাই জীবনের পাপাত্মা;
ভালোর ভালোত্ব গেল,
জগত-ই বা কি পেল?
      যাবে কি মুছে মানবসত্ত্বা?


মান হুসের ওরে মানুষ,
হইও না আর বেহুস,
      নবীনদের পথ দিতে হবে;
আমাদের অন্তিম তথ্য,
বানাইয়া অব্যর্থ অস্ত্র,
তাদের হাতে তুলে দেবো কবে?


তবেই তো হবে পূর্বসূরী,
থাকিবে না তার জুড়ি,
           আগামী দিনের কাছে;
মনের আবেগ আনি,
সর্বস্ব দেব দানী,
           তাহলেই মানুষ বাঁচে।


২৫ শে পৌষ, ১৪২৬,
ইং  ১১/০১/২০২০,
শনিবার সকাল ৯টা। ৮৮৪, ১৩/০১/২০২০।