কালের গতিতে প্রতি-ভাস প্রতি-ক্ষণে,
          এই বিশ্বের দরবারে-              
                  প্রকৃতির খেলায়;
এ তো ঝোড়ো হাওয়া নয়,
          প্রতিভা প্রতি-ভাত হয়,
              কালের মিলন মেলায়।


শুনি প্রতি-স্বর, ভুলি আপন-পর,
          প্রতি-মান রাখে না সবে,
               প্রতিরোধে আপন বিচারে;
প্রতি-স্পর্ধা নয় তো তাহা,
          প্রতিসন্ধ্যানে, প্রতিফলিত হবে,
                    কালের পরিবর্তনে।


সে তো প্রবঞ্চনা নয় বন্ধু,
          এ যে একান্তই ভাবপ্রবন,
                   যাহা প্রোথিত অন্তরে;
প্রায়শ্চিত্তের প্রবণতা প্রার্থিত,
          এ প্রেক্ষণ প্রিয়জনের লাগি,
                  প্রথিত কালের মন্তরে।


২৫শে অগ্রহায়ন,১৪২৪,
ইং ১২/১২/২০১৭,
মঙ্গলবার, বিকেল ৪টা।