কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য,
          ষড় রিপুর তরী বেয়ে চলে জীবন;
         জীবনের রূপ, রস সেই তো যৌবন।


কামনায় কাম জীবনের ধারা;
পারেনা রোধীতে জীবনের কারা।
          বারে বারে এসে আঘাত করে;
          সেই যৌবন এই জীবনের দ্বারে।


ব্যবসার পসরা আজ
         ওই কামিনী কাঞ্চন;
ক্ষণে ক্ষণে দুর্বল করিছে,
          এই মানুষের মন।


কামের মদিরায় মোহগ্রস্ত,
              দুর্বল জীবন;
কি ভাবে যোঝিবে সে,
              জীবনের রণ?


সেই জন্যই এই পরিণতি,
             চারিদিকে আজ;
যৌবনকে পাথেয় করে ওরা-
         গড়িছে সম্পদের রাজ।


তাই মানুষ ছুটে যায়,
       বারে বারে শাসকের দ্বারে;
বুঝি ধরণী পূর্ণ আজ,
      খুন, ধর্ষন আর মিথ্যাচারে।


ষড় রিপুর রাজনীতি ছেড়ে,
             এসো হে যৌবন;
তাই তোমার কাছে শুধু,
             মোর এই আহ্বান।


নীতিবোধ আর নৈতিকতা,
             আনো বয়ে তুমি;
আনন্দে ভরে উঠুক,
            মোদের ধাত্রী ধরণী।


১৩ই ভাদ্র, ১৪২২,
ইং ৩১/০৮/২০১৫,
সোমবার, রাত ১টা।  ৮১০, ১৮/১০/২০১৯।