আমি বসে একা ঘরে, কাঁদি চুপি চুপি,
কেউ নাই পাশে মোর, কারে প্রাণ সপি।
ভালোবাসি যারে আমি, সে তো কাছে নাই,
কোথা খুঁজে পাব তাঁরে? যারে পাশে চাই।
চিত্ত নিত্য কাঁদে কেন? শূণ্য দেখি সব,
হৃদি মাঝে ওঠে আজ, শুধু কলোরব।
পাখির কাকলি যেন, উঠে প্রাণ মাঝে,
যেথা যাই, তথা পাই, চেতনায় বাজে।


এসো তুমি বসো পাশে, দিনমান শেষে,
দেখো চেয়ে ওই দূরে, দীপ্ত শশী হাসে।
আঁধারের আলো তুমি, অন্ধকারে পথ,
মুক্তি পাবো তাই সবে, যদি হই সৎ।
গাও গান দেও প্রাণ, অমর কে কবে?
তোমার কৃপায় বেঁচে, জগতের সবে।


২৫ শে ভাদ্র,১৪২৭,
ইং ১১/০৯/২০২০,
শুক্রবার সকাল ৮:৪৫।১১৩৩, ১৮/০৯/২০২০।