কারে বন্ধু বলি এই বিভাজনের দেশে?
বিভাজিত আমরা সবাই হৃদপিণ্ড দেহে।
ক্ষুদ্র স্বার্থে টুকরো হলো মানব সমাজ,
শান্তি ছেড়ে দেশে দেশে অশান্তির রাজ।
আগুনে জ্বলে পুড়ে আজ মরছি সবাই,
শত্রু হলো প্রাণপ্রিয় আমার ছোটবেলার ভাই।
রক্তের হোলি খেলা আর অ্যাসিডে পোড়া গলা,
মর্গের সামনে এসে চোখের জলে কথা বলা।
জিজ্ঞাসা-আপন হারার অশ্রুধারা বইবে কতকাল?
দূরে দাঁড়ায়ে হাসিমুখে স্বার্থান্বেষী হাতে দেয় তাল।
মাইক হাতে স্লোগান তুলে বলে গুলি মারো,
পশুর পাশবিকতা শান্তি ছেড়ে বুঝি এমনিতর।
মহা ঝঞ্জা আসছে তেড়ে দেখো বন্ধু চোখ মেলে,
বাঁচতে হবে বাঁচাতে হবে আঘাত মারো আপন দিলে।
বিপদ কালে ধৈর্য ধরে লড়তে হবে এই জীবনে,
শক্তি সাহস মানবতার ধারা রাখতে হবে এই পরানে।


১৮ ই ফাল্গুন, ১৪২৬,
ইং  ০২/০৩/২০২০,
সোমবার সকাল ৯:৪৫। ৯৪৫, ১৪/০৩/২০২০।