কারে তুমি জারজ বলো?
           সে তো জারজ নয়;
পুরুষ প্রকৃতির মিলনের ফলে,
             এই ধরায় সৃষ্টি হয়।


আমরা মানুষ মানবতাহীন,
            যেমন খুশি বলি;
বলতে গিয়ে বাঁধন মানিনা,
             বলগা বিহীন চলি।


ভাবি না যখন সুখের লাগিয়া,
           অসুরের রূপ ধরি;
কোন দেবীকে পথে নামালাম,
            জবর দখল করি।


সৃষ্টির ধারা থেমে তো থাকে না,
             শুধু স্বীকৃতিতেই মানা;
এদের পাষণ্ড ছাড়া যায়না বলা,
                চরিত্রে যায় চেনা।


সৃষ্টি জানেনা জারজ স্বারজ,
              এসেছে মায়ের কোলে;
ধরণী দিয়েছে বক্ষ পেতে,
           আলোর দোলায় দোলে।


সাদাকালোর কে করে বিচার,
              আমরা কি জানি ছাই?
আমাদের স্রষ্টা  আমাদের স্রষ্টি,
               জানি কি আমরা তাই?


২৯ শেষ চৈত্র,১৪২৬,
ইং ১২/০৪/২০২০,
রবিবার রাত ১২:৪৫। ৯৭৪, ১১/০৪/২০২০।