ওই ব্যক্তিস্বার্থে প্রকৃতির বিরুদ্ধে
খেলছি আমরা খেলা;
খেলতে খেলতে হেলতে দুলতে
হারাই অমূল্য বেলা।


বিবেক-বুদ্ধির হয়না শুদ্ধি
ব্যক্তি ভোগের জন্য;
তাহারই কুফল ভুগতে হবে,
মরুময় হবে অরণ্য।


পানীয় পানির হাহাকার হবে
মিলবেনা জল কোথাও;
শুকাবে নদী, শুকাবে সমুদ্র ,
ফলবেনা ফসল হেথাও।


এই মানুষের ঈপ্সিত কর্মফলে,
জগত ধ্বংস হবে;
ফলে প্রকৃতি নিজেই রুষ্ট হয়ে
সেই প্রতিশোধ লবে।


সুন্দর শস্য-শ্যামল সবুজ ধরা
কোথায় হারায়ে যাবে;
ফুল ফল আর বৃক্ষের হিন্দোল
কোথায় তুমি পাবে?


ধ্বংসের মুখে দাঁড়ায়ে আমরা,
ভাবো নুতন করে ভাবো;
প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো
নইলে অতলে তলিয়ে যাব।


২৬ শে আশ্বিন, ১৪২৮,
ইং ১৩/১০/২০২১,
বুধবার বিকেল,৪:৪০। ১৪৬৯, ১৪/১০/২০২১।