কত প্রশ্নের পাইনি উত্তর,
চলছি ছুটে পথে-প্রান্তর,
খুঁজতে খুঁজতে ছুটি অনন্তে,
বিস্ময়ে দেখি এই বসন্তে।


কোথায় শেষ কোথায় শুরু,
সাহসী মন হয়ে যায় ভীরু।
জীবন-মৃত্যুর পাইনা উত্তর,
অনিচ্ছায় পৌঁছায় বাহাত্তর।


তবুও সবাই ভাবি মনে মনে,
যদি কিছু পাই মোরা এই ক্ষনে,
রাখবো ধরে বুকেতে করে,
থাকবে তাহা বক্ষ জুড়ে।


গোপন হয়েও নয়তো গোপন,
বুকেতে জড়ায়ে কত যে স্বপন,
খুঁজবই শুধু খুঁজবই মোরা,
যতদিন সে - না দেয় ধরা।


২৭ শেষ ফাল্গুন, ১৪২৬,
ইং  ১১/০৩/২০২০,
বুধবার সন্ধ্যা ৬ টা। ৯৫৭, ২৬/০৩/২০২০।