গ্রামের গোধূলি বেলায়,
ম্লান আলো অস্তবেলায়,
আমি বসে দিগন্তজোড়া খোলা আকাশ তলে
প্রভাত থেকে দুপুর হয়ে
বুঝি সন্ধ্যা আসিল নেমে
জীবনের হাসিখুশি একে একে যাবে চলে।।


আঁধারে ঘিরিবে সব
থেমে যাবে জীবনের কলরব
দিনো ষেশে একা একা ফিরিব যে ঘরে।
নীরব নিথর হবে,
চারিদিকে পড়ে রবে আমার স্মৃতি সম্ভার,
তখনই বুঝবে সবাই এ জীবনে কে কার।


২১ শে চৈত্র, ১৪২৫,
ইং ০৫/০৩/২০১৯,
শুক্রবার, বেলা ১১.৩০। ৬৮৯ তাং ০৫/০৩/২০১৯।