সুখের সময় ধর্মের বালাই,
অসুখে বলে পালাই পালাই,
এমন দেবতা, এমন ঈশ্বর,
কেমনে পুঁজি এই বিশ্বেশ্বর?


কোন্ অন্ধবিশ্বাসে ছুটি আমরা,
ওই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে?
উন্মাদ হয়ে অন্ধকারে ঝাঁপাই,
অলৌকিক ঈশ্বরবিশ্বাস নিয়ে।


তাই -
দুঃখই শুধু আসে বারেবার,
ভাবনা রাখে বেঁধে অন্ধসংস্কার;
মুক্ত আলোয় আর মুক্ত ধারায়,
জীবদ্দশায় পারেনা ফিরতে আর!


উড়িয়ে দাও, বুঝিয়ে দাও,
ওই মুক্ত বিহঙ্গের মত;
আমরাও পারি উড়তে আকাশে,
ফেলে  মনের দ্বিধা যত।


বিশ্বাসে আজও মেলেনি ঈশ্বর
সেই আদিম কাল হতে;
কত গল্পের গরু গাছে ওঠে,
শুধুই ধর্মীয় গুরুর মতে।


ওরা -
ধর্ম জাতপাতে ভাগাভাগি করে,
কেবলই মুনাফাভোগের আশে,
ব্যক্তিস্বার্থে ওই ভোগ্যপণ্যের্থে
মানুষকে ভোলায় কথামৃতের রসে।


চেতন চিত্তের সেই চেতনা,
মানুষের আসবে কবে আর?
মৃত্যু দিয়েই শেষ হয়ে যাবে,
মনুষ্যত্ব ও মানবতার দায়ভার?


৬ ই  আষাঢ়, ১৪২৮,
ইং ২২/০৬/২০২১,
মঙ্গলবার বেলা ৪:২৩। ১৩৫৮, ২৪/০৬/২০২১।