কেমনে খুঁজি পথের দিশা?
আমরা সবাই পথে;
কোথায় পাবো? কেমনে পাবো?
ভাবি কোন মতে?


পথে দেখি নানান মত,
নানান আলোয় ঘেরা;
কোন আলোটা বেশি ভালো?
কোনটা সোহাগ ভরা।


কালো ভালো আলোর মাঝে,
চাঁদের রূপ দেখি;
রাতেই তারে ভালো লাগে,
ভাবি বুঝি একি?


যদি ভালোবাসায় ঘৃণা থাকে,
তবেই হৃদয় টানে;
আগল পাগল আউলার বাউলা,
অশ্রু ঝরায় গানে।


শক্তের কাছে নরম এলে,
বুকে জড়িয়ে ধরে;
মনের সাথে দেহের সাথে,
আপন কবে গড়ে।


যায়না ছাড়া, দেয় না ধরা,
বুঝতে পারে প্রাণের খরা,
উদাস উদাস প্রাণে;
হারা কঠিন, বাধা কঠিন,
কাটে হেথায় রাত্রি দিন,
তাহার দেহের ঘ্রাণে।


চোখের জলের নিরব ব্যথা
বুকের মাঝে জ্বলে;
প্রেম বিরহের প্রাণের কথা,
খেলার ছলে বলে।


২৭ শে চৈত্র,১৪২৬,
ইং ১০/০৪/২০২০,
শুক্রবার সকাল ৮:৩০।৯৮৩, ২১/০৪/২০২০।