কেন বন্ধু কাঁদ তুমি?
         একা বসে হেথা;
জীবন জিজ্ঞাসে তোমায়,
        কি তোমার ব্যথা?


ব্যথায় জন্ম তোমার,
           ব্যথাতেই শেষ;
কেন তবে ভয় পাও-
          ফেলিতে নিঃশ্বেস?


সংগ্রামে জীবন শুরু,
      সংগ্রাম করে মরি মোরা;
বাঁধা-বিঘ্ন পেরিয়ে যেতে-
     উপায় নাই সংগ্রাম ছাড়া।


তোমার সংগ্রামে আজ,
       আছে সাথি, বন্ধু শত;
চেয়ে দেখ চারি পাশে,
      তারা-সেই সংগ্রামেই রত।  


২৩শে ভাদ্র, ১৪২৪,
ইং ০৯/০৯/২০১৭,
শনিবার, সকাল ৯টা।