ছোট-বড় ভেদাভেদ কেন করি মোরা?
হৃদয়ে সবার থাকে, যদি ভালোবাসা,
প্রাণের সাথে প্রাণ মিলে, রবে মনে আশা,
কাছের মানুষ কাছে, রবে শুধু তারা।


আকুল আহ্বানে ওঠো জেগে একমনে,
নিজে কেঁদে কাঁদিওনা  আর অপরেরে,
থাকি আমি নিজ ঘরে, চিত্ত সিন্ধুপারে,
বলি কথা নিজ মনে, হৃদি বন্ধু সনে।


জীবনে রবেনা কিছু ওই মৃত্যু শেষে,
নিজেরেই বাসো ভালো অপরের বেশে,
অপর আপন হোক, তোমা ভালোবেসে,
খুঁজে পাক সবে মিলে জীবনের দিশে।


জীবন সুন্দর হোক স্বপ্নময় বেশে।
বিষ জ্বালা মিটে যাক, তোমার নিঃশ্বাসে।


৮ ই আশ্বিন, ১৪২৭,
ইং ২৫/০৯/২০২০।
শুক্রবার বেলা ১২:৪১। ১১৪৬,  ০১/১০/২০২০।