ঐ দুঃখিত হওয়ার চাইতে
ভালো নিয়ম মেনে চলা;
ভুল করে আঘাত দিয়ে
ওই কেন সরি বলা?


ভুলের মাশুল বড় কঠিন
যে ভোগে সে বোঝে;
নীতি মেনে চলতে পারলে
পরম শান্তি পাবে রোজে।


ক্ষতির মূল্য যায় না দেওয়া
শুধুই অর্থ কড়ি দিয়ে;
প্রাণের মূল্য কত হতে পারে
বুঝবে কোথায় গিয়ে?


মৃত্যু দিয়ে মৃত্যুর শোধ
হয় না কোনদিন;
ঐ ভালোবাসাই শুধু পারে
শোধিতে সেই ঋণ।


১৩ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ৩০\১১\২০২২,
বুধবার দুপুর ১২:০৫। ১৮৪৪, ০২/১২/২০২২।