কেনরে মানুষ অমানুষ হলো
                   ছাড়িয়া সকল লাজ;
মনুষ্যত্ব আর মানবতা ছেড়ে
               ত্যাজিয়া অমূল্য তাজ।


কে নেবে দেশের শাসনভার
         শুধুই ভালোবেসে জনগণে:
জাত ধর্ম রবেনা তাহার,
         রবে মিলেমিশে সবার সনে।


কি যে ভালো কি যে মন্দ,
                    তাহা বলে দেবে কে?
শক্তির উৎস এই জনগণ
                    সবই তো জানে সে।


ধণতন্ত্র বজায় রাখে ওরা
            এটাই শোষণ যন্ত্রের ধারা;
শোষণ থেকে মুক্তি পেতে
                এবার সবাই উঠে দাঁড়া।


নির্বোধেরা ক্ষমতার লোভে
                     করে বারে বারে ভুল;
সময় এলে পায়না খুঁজে
                     দিক দিশা আর কূল।


অথৈ সাগরে পায় না থৈ
              তখন সলিল সমাধি ঘটে;
জনমনে জাগলেই চেতন
                ওদের হবেই ধ্বংস বটে।


থাকবো না আর পিছিয়ে পড়ে
                     ওই দুষ্টু চক্রের কাছে;
শত সহস্রা অভাব নিয়ে
         জনগণের সেই ক্ষমতা আছে।


জাগো ওঠো এবার বল
                আমরা সবাই বাঁচতে চাই;
নিজের স্বার্থে সবার স্বার্থে
                   যেন সঠিক চেতনা পাই।


২৬শে পৌষ, ২৪২৮,
ইং ১১/০১/২০২২,
মঙ্গলবার বিকেল ৪:২২।  ১৫৬৭, ২০/০১/২০২২।