যখন তোমরা বুঝতে পারবে
থাকবেনা আর তখন সময়;
শিক্ষার মূল্য, জ্ঞানের মূল্য,
কেউ দেবেনা তোমাদের অভয়।


সময়কালে বুঝলে না তাই
পরের কথায় চলতে গিয়ে;
ওরা  ব্যক্তিস্বার্থে ব্যবহার করে
হাতে কিছু পয়সা দিয়ে।


পয়সার লোভে সব খোয়ালে
মান ইজ্জত ওই সকলই;
জীবন শেষে কোথায় পাবে
কূল কিনারা পারের তরী?


অথৈ জলে সাঁতার কেটে
ভাসবে বলতো আর কতদিন?
সত্য মিথ্যা জড়িয়ে নিয়ে
শোধবে কেমনে সকল ঋণ।


১৪ ই অগ্রহায়ণ,১৪২৯,
ইং ০১\১২\২০২২,
বৃহস্পতিবার রাত ১২:১৪। ১৮৪৩, ০১/১২/২০২২।