খেজুরের রস মিষ্টি হয়
দেহের রসে সিক্ত;
রস বিহীন আমরা সবাই
হই যে ভাই রিক্ত ।


দুঃখীর দুঃখ কেউ বোঝে না
নিজের স্বার্থে চলে;
নিজের আনন্দ আনন্দ নয়
সনাতন তাই বলে।


ব্যক্তি স্বার্থ মিলিয়ে যায়
শুধুই ক্ষণিক পরে;
সব আনন্দ ভালবাসায়
রাখতে পারে ধরে।


সুন্দর হোক আনন্দের হোক
এই প্রভাতের আলো;
জীবন থেকে সরে যাক
আঁধার ঘেরা কালো।


১৯ শে কার্তিক,১৪২৯,
ইং ০৬/১১/২০২২,
রবিবার সকাল ১০:৪৩। ১৮১৮, ০৬/১১/২০২২।