বৃষ্টি এলো ঝম ঝমিয়ে,
বান ডেকেছে ঐ নদীতে;
এমন দিনে খিচুড়ি খেতে,
ভালো লাগে মায়ের হাতে।


বেগুন ভাজা ইলিশ মাছ,
ঐ রসনায় আনে ত্রাস;
গরম গরম খেতে লাগে,
অনন্য সেই এক এক গ্রাস।


খায়নি যে এমন খাবার,
মরেও শান্তি পাবে না আবার;
তাইতো ছোটে ওই বাজারে,
থাকে আশায় ইলিশ পাবার।


পদ্মা নদীর ইলিশ পেলে,
বেশি মূল্য দিতে লাগে;
যায়না পাওয়া আর কোথাও,
কেনার ইচ্ছা তাই তো জাগে।


চক্ষু জুড়ায় দেখলে পরে,
রুপার মত রুপ যে ওরে!
ভাজলে পরে গন্ধ ছড়ায়,
মনটা টানে রান্নাঘরে।


খিচুড়ি আর ইলিশ ভাজা,
খাবার মধ্যে রাজার রাজা;
খেতে খেতে মন ভরে যায়,
আহা! যেমন তৃপ্তি, তেমন মজা।


৬ ই আশ্বিন,  ১৪২৮,
ইং ২৩/০৯/২০২১,
বৃহস্পতিবার সকাল ৯:৩০। ১৪৪৮, ২৩/০৯/২০২১।