ওরে! খোঁজো তুমি খোঁজো,
             শুধুই নিজের মাঝেই খোঁজো;
খুঁজে পাবে বিশ্ব তুমি,
             তোমার নিজের মাঝে রোজই।


কেন বেড়াও ঘুরে দেশ-দেশান্তরে,
                    অন্ধের মত বাইরে বাইরে;
তোমার মাঝেই সবই আছে,
                   খুঁজে দেখো নিজের করে।


জাঁক-যজ্ঞ আর ধর্মমত,
                          নাই প্রয়োজন এইসব;
সবই পাবে হৃদয়ের মাঝে,
                           উঠুক আজ সেই রব।


বাঁচবে মানুষ, বাঁচবে ধরা,
                    মৌলবাদের সরিয়ে বেড়া;
আঁধার থেকে মুক্ত আলোয়,
                      এবার মানুষ ঘুরে দাঁড়া।


২৩ শে ভাদ্র, ১৪২৬,
ইং ১০/০৯/২০১৯,
মঙ্গলবার, ভোর ৬টা। ৭৭৪, ১০/০৯/২০১৯।