কি দেখিলাম? কি শুনিলাম?
          কি শিখিলাম হেথা?
জন্মের পরে পথে পথে ঘুরে,
          জীবনটাই হলো বৃথা।


দেখলাম হেথা গদির লড়াই,
        রক্ত ঝড়ানো মৃত্যু ভয়;
গণতন্ত্র হেথা বেদ মন্ত্র,
        সংবিধান সে কথা কয়।  


বুঝি কিংবা না বুঝি,
            গদিতে বসতে হবে;
সত্য অথবা মিথ্যার পথ,
            প্রতিশ্রুতিতেই রবে।


বৈতরণী পার হতে গেলে,
           অর্থের প্রয়োজন হবে;
সাদা বা কালোর পথে,
           সে ধন আসুক তবে।


দেশী কিংবা বিদেশীর সাথে,
               হাত মিলাতে হবে;
দেশের স্বার্থ বিক্রি করে,
        তবেই- অর্থের যোগান রবে।


  জনগণের স্মরণ শক্তি-
             চিরদিন বড়ই দুর্বল;
  শত সহস্র প্রতিশ্রুতি,
              হউক না নিস্ফল।


সমষ্টি স্বার্থ বড় নয় ভাই,
               ব্যক্তি স্বার্থ বড়;
জনগণের অর্থে-প্রাসাদ গড়ে,
             বিপ্লব ঘটাব ঝড়ো।


যদি পাঁচটা বছর ক্ষমতা পাই,
         তবে হাজার বছরের তরে;
শূন্য আমার সোনার তরী,
               লইবো পূর্ন করে।


আমি ভোগ করি, না করি,
              তাতে কি যায় আসে?
আমার ক্ষমতা দেখালাম আমি,
             এই মূর্খ জনগনের দেশে।


দেশের ভালবাসা, জনগনের ভালবাসা,
               দেখি নাই পিছু ফিরে;
মায়র ভালবাসা, সন্তানের ভালবাসা,
              রাখে নাই মোরে ঘিরে।


   দিনের শেষে শ্রান্ত বেশে,
                 দিনপঞ্জী লয়ে;
   হৃদয়ের সেই সত্য কথাই,
              লেখনী আনল বয়ে।


   যদি ভালবাসা দিয়ে জয় করতাম
                 দেশ ও জনগণ;
   তবে সত্যের কাছে করতে হতোনা,
             আজ-ধনুর ভাঙ্গা পণ।


   ভালবাসা সে তো ভালবাসাই,
                মিথ্যা নয়রে ভাই;
   মৃত্যুর পরে হাজার বছর ধরে,
             স্বর্নাক্ষ্ররে লেখারবে তাই।


  
২রা শ্রাবন, ১৪২৪,
ইং ১৮/০৭/২০১৭,
মঙ্গলবার, বিকেল ৪.৫৫।