প্রকৃতির ঘূর্ণিঝড়, মনের ঘূর্ণিঝড়,
ঝড়ে করে ঘর-বার;
মানুষে মানুষে, বিরোধে বিরোধে,
হয় যে জেরবার।


সমাজ জীবন, জাতীয় জীবন,
মনের দুঃখ, প্রাণের কষ্ট,
ধর্মের নামে আর বর্ণের নামে,
ব্যক্তি স্বার্থে হয় সৃষ্ট।


আজ দমকা হাওয়ায় তোলপাড়,
রাজনীতিতে দেখি ধস;
কেউ পকেটে ভরে আপন করে,
হায়রে কি মধুর রস।


নিজে মরবে অপরকেও মারবে
কি সুন্দর বোঝাপড়া;
এদিকেও নেব, ওদিকেও নেব,
ভরব আপন ঘড়া।


৩০ শে জৈষ্ঠ্য,১৪২৮,
ইং ১৪/০৬/২০২১,
সোমবার সকাল ৯;০৩। ১৩৪৯, ১৫/০৬/২০২১।