কি সত্য, কি মিথ্যা,
                       কে বলতে পারে?
বাইরে যারে সত্য বলি,
                       মিথ্যা সে যে ঘরে।


টাকা-কড়ির ছড়া-ছড়ি,
                শাসক, ট্যাকে গোঁজে;
দানাপানির অভাব মানি,
                      বলি না তো লাজে।


সত্য বলি শোনো তুমি,
                  সবই মিথ্যা প্রতিশ্রুতি;
দেশ সেবাতে নাইরে মন,
                         ব্যক্তি স্বার্থে ব্রতী।


তুমি আমি সবাই ভাবি,
                      ভাবো আরেকবার;
কংস বুঝি ধ্বংস করে,
                      সুন্দর বিশ্বসংসার।


আগুন জ্বেলে নিজে জ্বলে,
                       ভাবে না তো আগে;
বেছে নেয় আত্মহননের পথ,
                       আর মরণ তারা মাগে।


নিজের ভালো পাগলেও বোঝে,
                         তবুও পাগল তারা;
ওই পাগল ছাড়া দেশের ক্ষতি,
                         করবে বলো কারা?


ছাগল দিয়ে লাঙ্গল টানলে,
                 গরুর প্রয়োজন কোথায়?
অপুষ্টিতে দুর্বল হয় যে দেশ,
                      কে কাহারে শেখায়?


২ রা আশ্বিন, ১৪২৬,
ইং ২০/০৯/২০১৯,
শুক্রবার, সকাল ১০টা। ৮৮৬, ২২/০৯/১৯।