সহজ সাবলীল,
যেন কাশবন ঘেরা ঝিল;
ঢেউ খেলে যায় দক্ষিনা মলয়,
জলে, ফুলদলে আপন ভেলায়।
কি যে-হেথা পাই? বুঝিনা যে তাই,
শুধুই ভাবনায় বিভোর হয়ে থাকি।
এ কি স্বর্গীয় সুষমা? না-জানি না,
পরাণে আনন্দ দেয়, এক লহমায়;
বুঝিনা-কেমনে বর্ণিব কোন ভাষায়।
অক্ষর জ্ঞান, ভাষার নাই প্রয়োজন,  
এ যে এমনই ধন ভরে না গোলা,
         শুধুই ভরে হৃদয়-মন।
আহা! কি যে সুখ-
    ভাবনায় থাকে না তো দুখ,
           একা একা বসে রই;
সূর্য অস্তাচলে গেল, রাত কত হলো,
    তবু দুঃখ ছাড়া আনন্দটা লই।
এমন পাওয়ানা, কেউ তো দেবেনা,
      সে যে পরাণে পরাণে থাকে;
কভু চলিতে চলিতে নির্জন পথে-  
যদি পেয়ে যায় কেউ হারানো মাকে?
আহা! কি যে সুখ, মিটে যায় ভুখ,
     দেখিয়া চোখে তাঁকে।  


১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৫,  
ইং ৩১/০৫/২০১৮,
বৃহস্পতিবার, সকাল ৯টা। ৪৯৭ তাং ১০/০৬/১৮।