দর্শন কেবলমাত্র কথার কথা নয়,
এ যে জীবনের কথা সত্যের কথা,
              মিথ্যাকে পায় না সে ভয়।


ব্যক্তি ভাবনা আর মতবাদ,
             পুরুষ, প্রকৃতি দ্বারা প্রভাবিত।
পুরুষ – চেতনা, জ্ঞান - তাঁর উপাদান,
প্রকৃতি – তমঃ, রজঃ, সত্ত্ব, যদি ডাকে বাণ,
             পাপ কিংবা পুণ্যে হয় ধাবমান।


কবি-দার্শনিক দেখেছে জগতে সত্যের স্বরূপ,
ভোলে না - দেখে মরীচিকার মোহরূপ।
         মনে হবে কোমল, আবেগতাড়িত নয়;
মনঃসংযম, সাধন, মনন, জ্ঞানযোগী,
রিপুর তাড়নায় হবে না ইন্দ্রিয় ভোগী,
         দেখাবে দিশা থাকবেনা নবীনের ভয়।


   পঙ্কিল থেকে পাপের জন্ম,
                মিথ্যা থেকে মিথ্যাচার;
   কবি তুমি মুক্তির আলো,
               নও তুমি সেই অন্ধকার।

   পুণ্য থেকে পুন্যের জন্ম, সত্য থেকে সত্যের,
   দর্শন হউক জীবন-মরণ,
   দর্শন হউক কবির স্মরণ,
   সত্য হউক আদি অন্ত, কবিদের যুক্তিতর্কের।


৩০শে শ্রাবণ, ১৪২৫,
ইং ১৬/০৮/২০১৮,
বৃহস্পতিবার বেলা ১.৪৫মিঃ। ৫৫৫ তাং ১৬/০৮/১৮।