কঠিন শব্দের জাল বুনে যদি লেখে কবি,
পাঠক বুঝবে না কবিতার সেই মর্ম ছবি।
সহজ সরল হোক কবির শব্দ চয়ন,
আটপৌড়ে শাড়ি হোক কবিতার বয়ন।
সাথে রবে মর্মবাণী ঘুমে জাগরনে,
বাতাসে ভাসবে তাহা আবেগের বাণে।
তবেই সার্থক হবে কবিতা লেখার,
জাগ্রত রবে কবি মনেতে সবার।
কবি হয় তখনই মানুষের কবি,
যখন জনমানসে ভাসে তাঁহার ছবি।


১০ ই শ্রাবণ, ১৪২৭,
ইং ২৬/০৭/২০২০,
রবিবার রাত ১১:৫০। ১০৮৬,  ০২/০৮/২০২০।