দাদা- কবি অজিত কুমার করের প্রতিঃ-
মহা মানবদের নিয়ে আপনার লেখায় মুগ্ধ হলাম দাদা। ইতিহাস খ্যাত ব্যক্তিত্বদের পঠনপাঠন থেকে দেশের সরকার দৃষ্টি ঘুরিয়ে নিজেদেরকে মহান প্রতি-পন্ন করার জন্য জনগনের অর্থের অপচয় করছে। ময়ূর পুচ্ছ লাগিয়ে কাক কি ময়ূর হতে পারে। কবি দার্শনিকরাই সমাজের কাছে, নতুন প্রজন্মের কাছে, প্রকৃত সত্যকে তুলে ধরে, নিজের মত করে। করদা ধন্যবাদ দিয়ে ছোট করবো না ধরণী ছাড়ার আগে অনেক অনেক  কিছু আপনার কাছে চাই।


       কবির চে্তনা,


    সত্যের বিকল্প কিছু নাই,
    তাই হউক মানুষের ঠাই।  
   বন্ধ গুহার আগল খুলে আমরা সবাই,
       যেন চেতনার আলো ছুঁতে পাই।

আশায় রইবো পথ চেয়ে-
কবিদের নিত্য চেতনার লেখা পাবো বলে,
          সত্য-মেদুর ভাবনার ছলে।


কবি কন্ঠ হবেনা রুদ্ধ,
সম্মূখে মোদের বোধি বুদ্ধ।


জগৎ জুড়ে নামছে আঁধার,
         ব্যক্তি স্বার্থ, ক্ষমতার লোভে;
কোথায় পাবো আমরা সবাই,
          নিত্য সত্য যেথায় শোভে?


আত্মত্যাগী কবি-বন্ধু দার্শনিকরাই-
পথ দেখাবে জগতের অন্ধকারে,  
অন্ধজনের হাতটি ধরে।


আলোর দিশায় কাটবে নিশা,
আগত উদ্ভাসিত আনন্দময় সেই প্রভাতে।