মুক্ত কন্ঠে গেয়ে গান,
উঠুক জেগে মন প্রাণ,
       দোলিয়ে দিক ছোট্ট পরানগুলো;
ভ্রমর যেমন গুনগুনিয়ে,
গান শোনায় আপন প্রানে,
    কবির ছোঁয়ায় উডুক পথের ধুলো।


সবুজ তারা ভাসুক ভেলায়,
ধরণীর এই কঠিন খেলায়,
       দিল খোলা এই আকাশ তলে;
মুক্ত মনে, মুক্ত হাওয়ায়,  
যেন তাঁরা মুক্তা ছড়ায়,
         কঠিন ধরার পথে ঘাটে।


আয় ছুটে আয়, আয়রে তোরা,
আজ নবীন প্রাণ দিচ্ছে সাড়া,
         বাণ ডেকেছে বিশ্ব জুড়ে;
যেন আবেগ তাঁদের না হয় বিফল,
নব রূপে জাগুক আজি এই ধরাতল,  
       নবীন যৌবন দাঁড়াক ঘুরে।  


১৬ই বৈশাখ, ১৪২৫,
ইং ৩০শে এপ্রিল ২০১৮,
সোমবার সকাল ৯.২০মিঃ  ৫১৬ তাং ৩০/০৬/২০১৮।