কবিতা আজ বন্দী
            ডিজিটাল ভাবনায়;
ভালবাসা দিশেহারা,
              অর্থের তাড়নায়।


অতীত জ্বালালে পরে,
             সর পরে আজও;
নগ্নতার একি রূপ,
            হার মানে লাজও।


মননে যন্ত্রনা, সৃষ্টিতে যন্ত্রনা,
       যন্ত্রনা এই মানুষকে দেখে;
বিরাট প্রকৃতি, শিক্ষাঙ্গন,
     তবু মানুষ কিছু নাহি শেখে।


বিরাট বিশ্ব হইনি শিষ্য,
       মনে গুরু হওয়ার বাসনা;
গুরু মেলে ঘরে ঘরে,
      হেথা শিষ্য মেলে কয়জনা?


গুরু, শিষ্যের একি প্রভেদ,
         নীতি আর নৈত্যিকে;
শিষ্য মরে ভিক্ষা করে,
         এই তো গুরুর শিক্ষে।


১২ই ফাল্গুন, ১৪২৪,
২৫শে ফেব্রুয়ারী,২০১৮,
রবিবার, দুপুর ১২,০০ টা।