ইচ্ছারা মোদের কৈশোরের স্বপ্ন,
     যৌবনে পেতে চাই;
তাই আঁধার পথে আলোর লাগি,
      রুদ্ধশ্বাসে ধাই।


জীবনের বাণী পরাণের কথা,
   প্রভাতের রবি সম;
শৈশব,কৈশোর,যৌবন পেরিয়ে,
   বার্ধক্য আসে যেন।


অতীতের স্মৃতি ভীড় করে আসে,
     সাঁঝের বেলায় এসে;
বার্ধক্যের শেষে যেতে হবে ভেসে,
     খেয়া তরীতে শেষে।


৪ঠা চৈত্র, ১৪২৪,
ইং ১৯/০৩/২০১৮,
সোমবার বেলা ১০টা। বি,কে, ৪২৮।