মানুষ যদি পেতো অধিকার
ওই সর্বত্র সমান;
পারতো না কেউ চুরি করতে
প্রকৃতির সেই দান।


হেথায় পরনির্ভর আমরা সবাই
কম বেশীতে বাঁধা;
তাই দয়া ভিক্ষা করতে গিয়ে
হয়েছি ভাই রাধা।


আমার অংশে কম হলে
দায়ী হয় দাতা;
সত্য মিথ্যা জড়িয়ে নিয়ে
বেঁধে ফেলি গাঁথা।


আসল নকল ভাবার সময়
আছে কি আর মোদের?
পরের কাঁধে  বন্দুক রেখে
ফায়ার করি তাঁদের।


প্রশ্ন করো নিজের কাছে
কিসের উপর নির্ভর;
ওই সত্য না ওই মিথ্যা
কোনটা আমার দরকার।


কভু মিথ্যাকে আপন ভাবি
সত্য ঠেলি দূরে;
ক্ষণিক পরে সেই সত্যই
আবার আসে ঘুরে।


৫ ই চৈত্র,১৪২৯,
ইং ২০/০৩/২০২৩,
সোমবার বেলা ১১:১৫। ১৯৫২, ২১/০৩/২০২৩।