কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল,
              সেই সুদূর অতীত কালে;
আজও ঐ কঠিন স্মৃতি বইছে মানুষ,
                মরমের জ্বালায় জ্বলে।


যেই কোরবানি ছিল শান্তির লাগি,
                 জগতকে দেখাতে পথ;
ভুলে গেছি মোরা, সেদিনের কথা,
                  বুঝিনি তাঁদের মত।


আজ হিংসাদ্বেষে উন্মত্ত বসুধা,
              শুধুই লোভ লালসায় ভরা,  
কোরবানি দিতে ঐ অন্ধ হৃদয়,
              আল্লার দরবারে এসে দাঁড়া।


ফেরেশতার সেই সিঙার আওয়াজ,
              ওগো শুনিতে পাও কি তুমি?
আঁধার পৃথিবী আলোকিত হউক-
            পুন্যতীর্থ হউক-মোদের জন্মভূমি।


আয় ছুটে আয়, আয়রে তোরা,
            শুনতে আল্লাহর দূতের মুখের বানী;
খোদার ভৃত্য, দ্বিধাহীন চিত্ত,
           হিংসাদ্বেষের দেবে আজ কোরবানি।


ডাক এসেছে- আয়রে সবাই,
              ঈদগাহেতে-ঈদের নামাজ পড়ি;  
জাতি ধর্ম ভুলে, সবাই মিলে,
             এসো আনন্দেতে কোলাকুলি করি।


১৫ই ভাদ্র, ১৪২৪,
ইং ০১/০৯/২০১৭,
শুক্রবার, রাত ১২.৩০।