আমার কর্তব্য আমি করেছি,
শত কষ্টের মাঝে;
তোমরা শুধুই পেয়েছো, নিয়েছো,
কি দিয়েছো আমারে?


দেওয়ার কথা উঠলে পরেই,
মুখভার হয় সবার;
জীবনের সাথে জীবন মিলায়ে
দেখেছ কি একবার।


মান হুস সব বিদায় দিয়েছো,
তোমাদের জীবন থেকে;
ক্ষুদ্র স্বার্থে ত্যাজিলে তোমরা,
আপন যে ছিল তাকে।


জাগিবে প্রশ্ন হয়তো একদিন,
সময় থাকিবে না আর;
মনুষ্যত্ব মানবতা ওই হোথা,
মানিয়া লইবে হার।


মানুষের কথা মানুষের ব্যথা,
তোমরা গিয়েছো ভুলে;
করো প্রশ্ন সেই অন্তরাত্মাকে,
কি আছে জীবনের মূলে?


হয়তো একদিন ফুটিবে আলো
তোমার হৃদয় আকাশে;
পাবে না আর তোমরা আমাকে,
মিশে যাবো  বাতাসে।


হারিয়ে যাবে সকল কিছু,
আর কিছুই পাবে না;
ভুলের জন্য ঝরবে আঁখি
শুধুই শুনবে না-না-না।


২৪ শে আষাঢ়,১৪২৮,
ইং ০৯/০৭/২০২১,
শুক্রবার রাত ১২:১২। ১৩৭৭, ১৪/০৭/২০২১।