সন্তানকে সুখী করতে হলে
কষ্ট করা শিখাতে হবে;
কষ্ট ছাড়া সুখের নাগাল
বল - কে পেয়েছে কবে?


বাবা চাষা জমি চষে,
ফসল বোনায় কত আসে;
সোনার ফসল বাড়ি এলে,
বক্ষ তাঁর আনন্দে ভাসে।


দুঃখের শেষে সুখ আসে,
তাই সব নিংড়ে অনুভবে।
পাওয়ার জন্য পেয়েছে যারা,
সুখের মূল্য বোঝে না তারা।


সুখ আসে, সুখ যায়,
দুঃখ এসে তারে ভাবায়।
স্থায়ী নয় কোন কিছুই,
ছুটি আমরা তারই পিছুই।


শিক্ষার চাইতে কল্পনা বড়,
তাই অন্তরে হয় জড়োসড়ো;
মুক্তি পেতে বাস্তবে তাই,
অভিজ্ঞতাই হয় যে বড়।


দেখে শেখা, পড়ে শেখা,
পূর্ণ হবে হাতে শেখা;
কষ্ট করে যাহা পেলাম
জীবনে স্বর্ণাক্ষরে রবে লেখা।


২৯ শে ফাগুন,১৪২৭,
ইং ১৪/০৩/২০২১,
রবিবার সকাল ৭:১৫।   ১২৫৬, ১৪/০৩/২০২১।