এই জগতে ভালোরাও হারিয়ে যায়,
          ক্ষনিকের সুখ ভোগের কাছে;
নানা ভাবে বিক্রি হয় বুদ্ধিজীবী,
              উদাহরণ চারিদিকে আছে।


মোরা জানিনা মুক্তির পথ,
                          কোথা সে লুকায়ে?
কবে পাব তারে মোরা,
                          ডানে কিংবা বায়ে।


ডুববে জাতি ডুববে দেশ,
তাতেও বুঝি হবে না শেষ,
                      ইতিহাসটা রয়ে যাবে;
মৃত্যুর পরেও হবে রক্তক্ষরণ,
দিশাহীন শাসনের এইতো ধরণ,
                      মানুষ মুক্ত হবে কবে?


আজ দাঁড়ায়ে সবাই ধ্বংসের দোরগোড়ায়,
মানুষের বৈপ্লবিক মনন বুঝি পথ হারায়,
                      হারায়ে যাবে কোন গভীর খাদে;
অজানা কোন অদৃশ্য শক্তি আনবে মুক্তি,
জাতি ধর্ম নির্বিশেষে দৃঢ় ভাবে দেবে যুক্তি,
                         ঐ পাঞ্চজন্য সেই শঙ্খ নাদে।


তবেই জাগবে জাতি, জাগবে দেশ,
ভেসে যাবে সকল ধ্বংসের রেশ,
                             এই নতুন শক্তির জোয়ারে;
সর্বশক্তি, জনতার সাম্যের শক্তি ,
মানুষ আর মানবতার আনবে মুক্তি,
                        মানুষ চিনবে আপনি আপনারে।


২৩শে আষাঢ়, ১৪২৬,
ইং ০৯/০৭/২০১৯,
মঙ্গলবার বেলা ১১টা।  ৭৩২ তাং ১১/০৭/২০১৯।