সৃষ্টির আদি থেকে-
জীবকুলের সকল কথা কিংবা কণ্ঠস্বর,
রেখেছে ধরিয়া আজও মোদের সেই ঈশ্বর।


যে শুনিতে চায়-
শুনিতে পারে সে কান পেতে দূর হতে,
আপন প্রাণের মাঝে হৃদয়ের আকুতিতে।


আহা কি সৃষ্টির ধারা -
ইথার তরঙ্গ জাল যেন ইতিহাসের পাতা,
সাধনায় পেতে পারো মনে হবে জন্মদাত্রী মাতা।


বিস্ময়ে অবাক হই,
চারিদিকে দেখি ঐ তাঁর অপূর্ব সৃষ্টির ধারা,
মোহ মুগ্ধ হয়ে দেখি ফুল ফল বুকে দেয় নাড়া।


সৃষ্টির একি জাদু -
জীব জগৎ সৃষ্টি হয় আবার তারা চলে যায়,
চলমান স্রোতের ন্যায় বয়ে চলে জোয়ার ভাটায়।


চেতনার ভুতি ঐ -
অজ্ঞাত জ্ঞাত হয় এলে তাহা  ভাবনায়,
অধরা ধরা দেয মানুষের কঠিন সেই সাধনায়।


লাস্যময় হাস্যময় -
রহস্যের শেষ নাই, স্রষ্টারে ডাকি তাই,
অসীম সাগর মাঝে কোথা তাঁরে খুঁজে পাই?


২৭ শে কার্তিক, ১৪২৬,
ইং  ১৪/১১/২০১৯,
বৃহস্পতিবার, খেলা ১১:৪৫। ৮৩৯, ১৮/১১/২০১৯।