অন্যায় করে পালিয়ে গিয়ে
কোথায় বল মুখ লুকাবে
এই মহাবিশ্বের কোন জনারন্য?
সবাই তোমায় চিনে নেবে
হেথায়, হোথায় বা অন্যখানে।


লুকিয়ে থাকার উপায় নাই
চেনে সবাই তোমায় চেনে
সেই পরিচয়টা তুমি দিলে;
সাগর জলে নাও ভাসায়ে
বলতে পারো কিইবা পেলে?


ক্ষুদ্র স্বার্থে সবার কাছে
তুমি বন্ধু হেরে গেলে,
সেই মনুষ্যত্ববোধকে ছোট করে;
ঐ সংশোধন কি করতে পারবে
এই জীবনে নতুন করে?


সবাইকে তাই ভাবতে হবে
ন্যায় অন্যায় এই জীবনে
পাখির চোখে দৃষ্টি রেখে;
মানুষের বিবেক বুদ্ধি শ্রেষ্ঠতম
রাখো তারে মনের মাঝে।


৪ঠা অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ২১/১১/২০২২,
সোমবার সন্ধ্যা ৫:২১। ১৮৪০, ২৮/১১/২০২২।