মায়ের ডাকে ঘুম ভেঙে যায়,
স্বপ্ন চ্যুত হলো যে তায়,
    ঘরে প্রবেশিছে রবির কিরণ;
স্বপ্নভঙ্গের দুঃখ যে তার,
কে নেবে তাহার এ ভার?
   মায়ের আদর তাইতো স্মরণ।


স্বর্গ দেশে পরীর কাছে,
স্বপ্নে ছিল মিলেমিশে,
        বাস্তবে সব হারিয়ে গেল;
রূপকথারই রূপের কথায়,
জাগে প্রাণ ব্যথায় ব্যথায়,
        ব্যথা থেকেই চেতন এল।


কোথায় বাস্তব, কোথায় স্বপন,
এই তো মোদের জীবন যাপন,
           পথের দিশা কোথায় মেলে?
ভাসাই তরী সাগর জলে,
কুল কিনারা নাহি মেলে,
         এ যেন সেই জাল ও জেলে।


স্বপ্ন আমার স্বপ্ন তোমার,
স্বপ্নের মাঝে জন্ম সবার,
        এই জীবন চলে তাই নিয়ে;
আমরা ভাবি আমরা খাঁটি,
কখনো ভাবি ঝুটা মাটি,
       সব শেষ করি ঐ মৃত্যু দিয়ে।


১৮ ই মাঘ,১৪২৫,
২ রা ফেব্রুয়ারি, ২০১৯,
শনিবার, বেলা ১০টা। ৬৭৫ তাং ০২/০২/২০১৯।