তুমি ভেবে আমি ভেবে
হবে না তো কিছুই;
তোমার শক্তি আমার শক্তি
ছুটছে অন্যের পিছুই।


সুখের খোঁজে শুধুই ছোটা
ওই দুঃখকে বাদ দিয়ে;
মিলবে না যে সেথায় কিছুই
সেই বিরাট আশা নিয়ে।


যেমন রবে তেমন পাবে
শুধু আশা টুকুই সার;
একটু ভেবে দেখেছ কি?
কোথায় কে তোমার?


আপন তুমি যারে ভাবো
পর হয়ে সে যায়;
দিনের শেষে একটা মানুষ
বল তো  কি পায়?


তুমি টুকুই শুধু তোমার
আর তো কিছু নয়;
চোখ বুঝলেই সকল শেষ
মিটে যাবে সব দায়।


আছে যতটুকু ক্ষমতা তোমার
তাহাই করো ভালোবেসে;
মানবতা আর ওই মনুষ্যত্ব
কেবল রাখো বুকে পুষে।


তবেই শান্তি পাবে তুমি
কোন দুঃখ রবে না;
জন্ম মৃত্যুর খেলা ঘরে
দেখি শুধুই ভরসা মা।


১১ই আশ্বিন,১৪২৯,
ইং ২৮/০৯/২০২২,
বুধবার রাত ১০ :১৬। ১৮১০, ২৯/০৯/২০২২।