জগতে যারা পথ খুঁজে মরে,
                      পথই তাঁদের বাড়ি, ঘর;
মনের অশান্তি হৃদয়ের মাঝে,
                       তাই উঠেছে আজ ঝড়।


কোথায় ভ্রান্তি, কোথায় শ্রান্তি,
                    আর কোথায় সঠিক পথ?
ভুল পথে কেউ আনন্দে চলে,
                    তাই রয়েছে নানান মত।


যতটুকু যাই ঠিক ততটুকু পাই,
                     সে যে অভিজ্ঞতার ফল;
একই পথে বার বার ঘুরে,
                        ভাবনা করে টল-মল।


সত্য মিথ্যা জট পেকে যায়,
                             কঠিন ভাবনা যত;
অসময়ে সব শেষ হয়ে যায়,
                           অকাল মৃত্যুর মত।


১১ই চৈত্র, ১৪২৪,
ইং ২৬/০৩/২০১৮,
সোমবার, বিকেল ৩.৩০মিঃ । ৫১০ তাং ২৪/০৬/১৮।