জন্মের পরে ভাবি আমরা,
জন্মভূমি মায়ের কথা;
মাকে ভালোবেসে জীবন দেব
আবেগ ভরা মনের ব্যথা।


কঠিন ব্রত কঠিন শপথ
স্বার্থের এই যুগে;
জন্ম থেকে দেখছে মানুষ,
শিখছে সবই ভুগে।


জ্ঞানী, গুণীই বিভেদ আনে,
নিজের স্বার্থ বুঝে;
সবার কথা পারেনা ভাবতে,
দেখি তাহাই রোজে।


আজকে ভাবে ভাল ভাবনা,
কালকে ভুলে যায়;
নিজের স্বার্থ মিটে গেল।
থাকেনা আর দায়।


নিত্য হেথা দেখি মোরা,
মিথ্যাচারের বহর;
আজকে নিল কঠিন শপথ,
কাল চলে যায় শহর।


আর ফেরে না জন্মভূমে,
ভুলে যায় আপনজনে
নতুন আশা নতুন ভরসা;
জন্ম নেয় আপন মনে।


কঠিন এই যাত্রা পথ,
শুধু ভাবাটাই সহজ;
চেতনার বোধ না ফিরলে,
কি করবে ওই মগজ।


১৪ ই কার্তিক, ১৪২৭,
ইং ৩১/১০/২০২০।
শনিবার রাত ১২:৩০। ১১৭৮, ০২/১১/২০২০।