বুঝতে চাইনা কঠিন জীবন,
চলার পথটি স্রোতের মতন।
ভাটির টানে ছুটে চলে,
ওই সাগরে মিলবে বলে।


জীবনের এই মোহ মায়া,
বুঝি শরীরটাই ধরছে কায়া।
সেই মোহ মুক্তি যখন ঘটে,
তখন চার পায়ে চলে ছুটে।


জন্মের পর মৃত্যু আসে,
বিবেক-বুদ্ধি তবু নাশে।
জাগ্রত হোক চিত্ত চেতনা,
হউক মুক্ত সকল বেদনা।


সবাই আনন্দেতে বাঁচতে চাই,
হোকনা সেটা মোদের বড়াই
আমরা হাশিখুশি থাকবো সবাই
দুঃখ কষ্টে যেন আর না ডরাই।


২৩শে আশ্বিন, ১৪২৭,
ইং ১০/১০/২০২০,
শনিবার রাত ১২:১৮। ১১৭১,  ২৭/১০/২০২০।