কঠিন সত্য, কঠিন আবেগ,
জন্ম মৃত্যুর খেলা;
ওই দিশেহারা মানুষ আজও
ভাসায় সুখের ভেলা।


অন্ধ মোহ, বন্ধ চোখ,
কোন আশাতে বেঁচে;
দিশাহীন যে সেই তরণী
চালাই সেচে সেচে।


কুলকিনারা নাই যে তার
শূন্য চারিধার;
আশায় আশায় কাটাই বেলা
কে করবে পার?


পারের কড়ি নাই যে হাতে
মিলবে কোথায় তাহা?
এমন সুজন কোথায় পাবো?
চেতনাই যে তাহা।


৩০ শে কার্তিক, ২৪২৯,
ইং ১৭/১১/২০২২,
বৃহস্পতিবার রাত ১০:৪৩। ১৮৩৮, ২৬/১১/২০২২